ফিলিপাইনে টায়ার ফেটে যাওয়ার কারণে একটি গাড়ি দুর্ঘটনায় অন্তত ৯ যাত্রী আহত হয়েছে।
স্থানীয় সময় সোমবার বিকাল ৫টার দিকে রাজধানী ম্যানিলার দক্ষিণ-পূর্বে কুইজন প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বিকাল ৫টার দিকে এটিমোনান শহরের একটি হাইওয়েতে যাত্রীবাহী ওই গাড়িটির পেছনের টায়ার ফেটে যায়।
এসময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নর্দমায় ধাক্কা খেয়ে একটি পাহাড়ের নিচে পড়ে কাত হয়ে যায়। গাড়িটি যখন পড়ছে, তার আগেই একজন যাত্রীকে গাড়ি থেকে ফুটপাতে ছুড়ে দেওয়া হয়।
দুর্ঘটনার খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এরপর তারা আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।