গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে বুধবার কায়রোতে পুনরায় আলোচনা শুরু হবে। শনিবার মিশরীয় সূত্রগুলো সিনহুয়া নিউজকে এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, তিন মধ্যস্থতাকারী মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এবং ইসরায়েলের প্রতিনিধি দল বুধ ও বৃহস্পতিবার আলোচনায় অংশ নেবে।
এদিকে, কায়রোতে আলোচনার প্রস্তুতির জন্য যুদ্ধবিরতি চুক্তির 'প্রযুক্তিগত বিষয়' নিয়ে আলোচনা করতে মিশর, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধিরা বর্তমানে দোহায় অবস্থান করছেন।
দোহায়, চার দেশের কর্মকর্তারা ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তিসহ গাজায় যুদ্ধবিরতির জন্য একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে নিবিড় আলোচনায় জড়িত ছিলেন।
তিন মধ্যস্থতাকারী শুক্রবার এক যৌথ বিবৃতিতে ঘোষণা করেছে হামাস ও ইসরায়েলের কাছে "ব্রিজিং প্রপোজাল" উপস্থাপন করা হয়েছে, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৭৩৫ নম্বর প্রস্তাবের মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ; যা গাজায় ‘তাৎক্ষণিক, বিস্তৃত ও পুঙ্খানুপুঙ্খ’ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেছেন, গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে।
কায়রো, দোহা ও ওয়াশিংটন ইসরায়েল ও হামাসের মধ্যে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছিল যা ২০২৩ সালের নভেম্বরের শেষের দিকে শেষ হয়েছিল। তবে গত কয়েক মাস ধরে পরবর্তী মধ্যস্থতা প্রচেষ্টা কার্যকরী ফলাফল আনতে পারেনি।
শনিবার গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৯২ হাজার ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।