গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে অস্ট্রেলিয়ায় বেকারত্বের হার।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরো (এবিএস) থেকে প্রকাশিত তথ্যানুসারে, জুলাইয়ে দেশটিতে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ২ শতাংশে, জুনে যা ছিল ৪ দশমিক ১ শতাংশ। ২০২১ সালের নভেম্বরের পর থেকে এটিই দেশটির সর্বোচ্চ বেকারত্বের হার।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) জানিয়েছে, জুলাই মাসে দেশটির বেকারত্বের হার ৪.১ শতাংশেই স্থিতিশীল থাকবে বলে আশা করেছিলেন অস্ট্রেলিয়ার অর্থনীতিবিদরা।
এবিএস জানিয়েছে, জুন থেকে জুলাইয়ের মধ্যে অস্ট্রেলিয়ায় কর্মরত মানুষের সংখ্যা ৫৮ হাজার ২০০ জন বেড়ে মোট ১ কোটি ৪৪ লাখ ৬০ হাজার জনে দাঁড়িয়েছে। এই সময়ে দেশটির বেকার মানুষের সংখ্যা ২৩ হাজার ৯০০ জন বেড়ে মোট ৬ লাখ ৩৭ হাজার ১০০ জনে দাঁড়িয়েছে, ২০২১ সালের নভেম্বরের পর যা সর্বোচ্চ।
এবিএসের শ্রম পরিসংখ্যান বিভাগের প্রধান কেট ল্যাম্ব এক বিবৃতিতে বলেন, ‘কর্মসংস্থান ও জনসংখ্যার অনুপাত শূন্য দশমিক ১ শতাংশ পয়েন্ট বেড়ে ৬৪.৩ শতাংশে দাঁড়িয়েছে, যা ইঙ্গিত দেয় যে দেশের জনসংখ্যা বৃদ্ধির চেয়ে কর্মসংস্থান বৃদ্ধির গতি দ্রুত ছিল।’
আরও পড়ুন: অস্ট্রেলিয়ানদের এক-তৃতীয়াংশ একাকীত্বে ভুগছে: জরিপ