দক্ষিণ ভারতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।
এর আগে, বুধবার (২১ আগস্ট) তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদ থেকে প্রায় ৬০০ কিলোমিটার পূর্বে আনাকাপাল্লে জেলার এসসেনশিয়া কোম্পানিতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলেই ১৫ শ্রমিক নিহত ও ৪০ জন আহত হন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পুলিশ কর্মকর্তা এম দীপিকা জানান আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ওষুধ কারখানাটিতে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।
আরও পড়ুন: ভারতে ওষুধ কারখানায় বিস্ফোরণে ১৫ শ্রমিকের মৃত্যু
কারখানাটিতে দুই শিফটে প্রায় ৩৮০ জন কর্মী কাজ করেন। বিস্ফোরণের সময় অনেক শ্রমিক দুপুরের খাবারের বিরতিতে থাকায় প্রাণে বেঁচে যান।
বিস্ফোরণের খবর শুনে কর্মীদের পরিবারের সদস্য ও স্বজনরা কারখানায় ছুটে আসেন।