ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক ভাঙারি মালের ডিলারের কার্যালয়ের কাছে বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন।
সোমবার (২৯ জুলাই) কাশ্মীরের শ্রীনগর শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে বারামুল্লা জেলার সোপোর শহরের শায়ের কলোনিতে এই বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানিয়েছে, একটি ট্রাক থেকে ভাঙারি মাল নামাচ্ছিলেন ওই ব্যক্তিরা। এসময় বিস্ফোরণটি হয়।
এ ঘটনায় একটি মামলা করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
গত তিন দশকেরও বেশি সময় ধরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে চলা সশস্ত্র বিদ্রোহকালে, বিশেষ করে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর এই অঞ্চলে গোপনে অসংখ্য মাইন পুঁতে রাখা হয়। অসাবধানতাবশত সেসব মাইনের ওপর পা দিয়ে ফেলায় এখানকার বহু লোক হতাহত হয়েছেন।
আরও পড়ুন: ভারতের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক ভূমিধস, নিহত ৯৩