উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মার্সিসাইড শহরের সাউথপোর্টে ছুরি হামলায় তিনজন নিহত হয়েছে।
স্থানীয় সময় সোমবার (২৯ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটে সাউথপোর্টের হার্ট স্ট্রিটের একটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩০ জুলাই) এক বিবৃতিতে মার্সিসাইড পুলিশ বলেছে, ‘দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করছি যে, গতকাল সকালে সাউথপোর্টে ছুরি হামলায় আহত তৃতীয় আরেক শিশু মারা গেছে।’
পুলিশ জানিয়েছে, ৯ বছরের একটি মেয়ে মঙ্গলবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে সোমবার মারা যাওয়া দুই শিশুর মধ্যে একটি ছয় ও আরেকটি সাত বছর বয়সী মেয়ে ছিল।
আরও পড়ুন: বাংলাদেশসহ ১৪২ দেশে যুক্তরাজ্যের ভিসা সেবা দেবে ভিএফএস গ্লোবাল
আরও আট শিশু ছুরিকাঘাতে আহত হয়েছে, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে বিবৃতিতে বলা হয়েছে। এছাড়া আহত দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক।
জানা গেছে, ওই দিন ৭ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ‘টেইলর সুইফট ইয়োগা অ্যান্ড ড্যান্স ওয়ার্কশপে' ক্লাস করছিল হামলাকারী। এক পর্যায়ে শিশুরা সেখানে প্রবেশ করে। এসময় তিনি হামলা করলে ওই দুজন প্রাপ্তবয়স্ক তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন।
এ ঘটনার পর ল্যাঙ্কাশায়ার থেকে ১৭ বছর বয়সী এক কিশোরকে হত্যা ও হত্যাচেষ্টার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
হামলার পেছনের উদ্দেশ্য এখনও অস্পষ্ট এবং তদন্ত এখনও চলমান থাকায় স্থানীয় পুলিশ জনগণকে ঘটনার বিবরণ সম্পর্কে অনুমান না করার আহ্বান জানিয়েছে।