যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে ক্যাটাগরি-৪ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় হেলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফ্লোরিডার পেরির কাছে আঘাত হানে ঘূর্ণিঝড়টি।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানিয়েছেন, ফ্লোরিডার বিগ বেন্ড এলাকায় ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর ট্যাম্পা এলাকার ইবর সিটির কাছে ইন্টারস্টেট ৪-এ একজনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, উপকূলে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটার।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লোরিডার পশ্চিমাঞ্চলীয় আলাশুয়া কাউন্টিতে গাছ ও বিদ্যুতের লাইন উপড়ে পড়ার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় ৮ দমকলকর্মী আহত
ঘূর্ণিঝড়টি জর্জিয়ার দক্ষিণাঞ্চলে রাতভর তাণ্ডব চালিয়ে শুক্রবার বিকেলের মধ্যে টেনেসিতে পৌঁছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসেবে শেষ হবে বলে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও আলাবামায় জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন।
শুক্রবার সকাল পর্যন্ত জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনার কিছু অংশে টর্নেডো সতর্কতা জারি করে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
ফ্লোরিডায় শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত ১১ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে পাওয়ারআউটেজ ডট ইউএস।
ফ্লোরিডার একাধিক কাউন্টি লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে এবং দক্ষিণ জর্জিয়ার বেশ কয়েকটি শহর ও কাউন্টিতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে চলতি বছর এ পর্যন্ত ৩০টি হত্যাকাণ্ডে ১৩১ প্রাণহানি