রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের সামরিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা।
রবিবার এ হামলা চালানো হয়।
প্ল্যান্ট কর্তৃপক্ষের মতে, কোনো গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি এবং প্ল্যান্টে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক ছিল।
রবিবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, তাদের বিশেষজ্ঞদের ড্রোন হামলা সম্পর্কে জানানো হয়েছে। এ ধরনের বিস্ফোরণ আইএইএর পর্যবেক্ষণের সঙ্গে মিলে যায়।
এ ধরনের হামলার নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি বলেন, ‘আইএইএর ৫টি নীতির পরিপন্থী এবং পরমাণু নিরাপত্তাকে বিপন্ন করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি আমি।’
২০২২ সালে মস্কো ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে বিদ্যুৎকেন্দ্রে হামরা হচ্ছে এবং কিছু সময়ের মধ্যেই দখল হয়ে যায়। সম্ভাব্য পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কার মধ্যে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে আইএইএ বারবার উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে ইউক্রেন ও রাশিয়া উভয়ই নিয়মিতভাবে একে অপরকে প্ল্যান্টে আক্রমণ করার জন্য অভিযুক্ত করছে।
কয়েক মাস ধরে প্ল্যান্টের ৬টি চুল্লি বন্ধ থাকলেও গুরুত্বপূর্ণ কুলিং সিস্টেম এবং অন্যান্য সুরক্ষা বৈশিষ্ট্যগুলো পরিচালনা করার জন্য এখনও বিদ্যুৎ সরবরাহ ও যোগ্য কর্মী প্রয়োজন রয়েছে।
আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিহুবভ জানিয়েছেন, রবিবার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রুশ গোলাবর্ষণে ৩ জন আহত হয়েছেন।
রাশিয়ার আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ জানান, ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ৬ জনের একটি পরিবারকে বহনকারী গাড়ির ওপর ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষ পড়লে এক বালিকা নিহত ও ৪ জন আহত হয়েছে।