২৪ ঘণ্টায় লোহিত সাগরে চারটি হুথি নৌকা এবং দুটি ড্রোন বিমান ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (২১ জুন) মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানায়।
সামজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে করা ওই বিবৃতিতে তারা জানায়, হামলায় কোনো হতাহতের খবর দেয়নি যুক্তরাষ্ট্র, তাদের জোট বা বণিক জাহাজ।
এ ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি।
তবে হুথি-চালিত আল-মাসিরাহ টিভিতে বলা হয়েছে, গত ১২ জুন লোহিত সাগরে গ্রিসের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ টিউটরকে ডুবিয়ে দেওয়ার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই ঘটনা ঘটিয়েছে।
আরও পড়ুন: সৌদিতে হুথি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ
হুথির দাবি, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে গোষ্ঠীটি।
এর প্রতিক্রিয়া ও জাহজগুলোর নিরাপত্তায় এ বছরের জানুয়ারি থেকে হুথিদের বিভিন্ন স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে একটি মার্কিন-ব্রিটিশ নৌ জোট।
তবে এই পদক্ষেপ হুথিদের আক্রমণে রসদ যুগিয়েছে। ওই সময় থেকে শুধু ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজ নয়, মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।