মধ্য সুদানের গেজিরা রাজ্যের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
মধ্য সুদানের সহিংসতা পর্যবেক্ষণকারী স্থানীয় বেসরকারি গোষ্ঠী গেজিরা কনফারেন্স এক বিবৃতিতে বলেছে, আরএসএফ মিলিশিয়ারা গতকাল (বুধবার) ও আজ (বৃহস্পতিবার) দক্ষিণ গেজিরার আল সাফা, ওয়াদ শামা, আল-তেলেহ ও ওয়াদ হেমাইদান গ্রামের বাসীন্দাদের ওপর সহিংস অভিযান শুরু করেছে।
ওয়াদ শামায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এছাড়া ওয়াদ হেমাইদানে আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
এছাড়া, পৃথক বিবৃতিতে স্থানীয় স্বেচ্ছাসেবী গোষ্ঠী নিদা আল-ওয়াসাত বলেছে, ওয়াদ হেমাইদানে আরএসএফের হামলায় আরও দুজন নিহত এবং আব্দুল-আজিজ গ্রামে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
এসব ঘটনায় আরএসএফ কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন: সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ২০
এদিকে, গেজিরা রাজ্যের ওয়াদ আল-ওবেইদ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা করেছে আবু আকলা কেইকেলের নেতৃত্বে সুদানিজ সশস্ত্র বাহিনী (এসএএফ) ও সুদান শিল্ড ফোর্সেসের একটি যৌথ বাহিনী।
২০২৩ সালের ডিসেম্বরে এসএএফ রাজ্যের রাজধানী ওয়াদ মাদানি থেকে সরে যাওয়ার পর আরএসএফ গেজিরা রাজ্যের নিয়ন্ত্রণ নেয়।
২০২৩ সালের এপ্রিলের মাঝামাঝি সময় থেকে সুদানে এসএএফ ও আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘাত শুরু হয়েছে।
আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, সুদানে চলমান যুদ্ধে ২৭ হাজার ১২০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে এবং দেশে ও বিদেশে এক কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।