ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সামরিক সহায়তা মিশনের (ইইউএমএম) অধীনে ৫২ হাজারের বেশি ইউক্রেনীয় সৈন্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইউক্রিনফর্ম শুক্রবার এই তথ্য জানিয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়েছে, এই প্রশিক্ষণ কর্মসূচিতে ইউক্রেনের সৈন্য, সার্জেন্ট এবং কর্মকর্তারা অংশ নেন।
সম্প্রতি ইউক্রেনের সেনাবাহিনী নতুন ব্রিগেড গঠন করছে জানিয়ে ইইউকে প্রশিক্ষণ মিশন আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সান্ডার বালানুতসা।
আরও পড়ুন: সুইজারল্যান্ডে হতে চলেছে ইউক্রেন শান্তি সম্মেলন, থাকছে না রাশিয়া
২০২২ সালের ১৫ নভেম্বর এই মিশন চালু করে ইইউএমএম। ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব স্থানে এটি পরিচালিত হয়ে থাকে। প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে রয়েছে- মাইন নিষ্ক্রিয়করণ, চিকিৎসা সহায়তা, রক্ষণাবেক্ষণ ও মেরামত।