আয়কর-সংক্রান্ত কিছু নিয়ম পরিবর্তনের কারণে প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।
আইসিএবি বলছে, দুই বছরের জন্য করহার কমানো হয়েছে। বেসরকারি কোম্পানি, একক ব্যক্তি মালিকানা কোম্পানি (ওপিসি) এবং কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের করহার কমায় বাণিজ্যে গতি আসবে।
শনিবার(৮ জুন) রাজধানীর কারওয়ান বাজারে সি এ ভবনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইসিএবি নেতারা।
সংবাদ সম্মেলনে আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন এফসিএ, সচিব হুমায়ুন কবির এফসিএ এবং স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা অংশীদার স্নেহাশীষ বড়ুয়া বাজেটে বিভিন্ন কর সংস্কারের চিত্র তুলে ধরেন।
আরও পড়ুন: দক্ষ শ্রমিক তৈরিতে প্রশিক্ষণের ওপর জোর দিতে ব্যবসায়ীদের আহ্বান
তারা বলেন, এনবিআর ও আইসিএবির যৌথ উদ্যোগে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) বাস্তবায়ন করা হচ্ছে, যা বাজেট সমর্থিত এবং রাজস্ব আহরণ বৃদ্ধিতে অবদান রাখবে।
আইসিএবি নেতারা আপিল ট্রাইব্যুনাল ও আপিল কমিশনারেটে আপিলের আবেদন দাখিলের সময় আদেশে বর্ণিত জরিমানা ব্যতীত চাহিদার ২০ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ প্রদানের পরিবর্তনকে স্বাগত জানান।
চার্টার অ্যাকাউন্টে বলা হয়েছে, ভিডিএস কর্তৃপক্ষ ১০ কোটি টাকার বেশি টার্নওভার রয়েছে এমন ব্যবসা পরিবর্তন করলে ভ্যাট আদায় বাড়বে।
তারা আরও বলেন, বিল অব এন্ট্রি বা রপ্তানি বিলের পরিবর্তে নির্দিষ্ট ফরমের মাধ্যমে শুল্ক আদায় করায় আমদানি পণ্য খালাস সহজ হবে।
আইসিএবি নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে মূল্যস্ফীতির হার ৯ শতাংশের ওপরে, যা উচ্চ মূল্যস্ফীতির ইঙ্গিত দেয়। এ অবস্থায় বাজেটে মোট বাজেটের প্রায় ২০ শতাংশ ঘাটতি বা অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিয়ে মেটানো ১ লাখ ৬০ হাজার কোটি টাকা মূল্যস্ফীতি আরও বাড়াতে পারে।
আরও পড়ুন: দেশে প্রতিদিন ২৫০ কোটি টাকার পাচারের স্বর্ণ, গহনা ঢুকছে: বাজুস