অস্থির স্বর্ণের বাজারে প্রতি ভরিতে ৮৪০ টাকা কমানোর একদিন পরই রবিবার (২১ এপ্রিল) ৬৩০ টাকা দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এ নিয়ে এপ্রিল মাসে স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ১৯০ টাকা বাড়িয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি।
শনিবার (২০ এপ্রিল) বাজুস স্বর্ণের দাম ভরিতে ৮৪০ টাকা কমিয়েছিল। আর চলতি এপ্রিলের ৬, ৮, ১৮ ও ২১ তারিখে মোট চারবার স্বর্ণের দাম বাড়িয়েছে।
রবিবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টা থেকে বাজুসের নতুন দর কার্যকর হয়। বাংলাদেশে স্বর্ণের বাজারে চরম অস্থিরতা চলছে। প্রথমবারের মতো প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকার রেকর্ড গড়ল।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পরিবীক্ষণ স্থায়ী কমিটির সভাপতি মাসুদুর রহমানের সই কর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: মাত্র দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৩ হাজার ৪৯৯ টাকা
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৯ ৪২৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার তিন টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ৯৭ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৬৬২ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেট রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।
আরও পড়ুন: স্বর্ণের ভরিতে কমল ৮৪০ টাকা