আওয়ামী লীগ সরকারের পতনের পর অনুপ্রবেশকারীদের ব্যাপারে কঠোর হতে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর প্রতি সতর্কতা জারি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন তিনি।
রিজভী বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওয়ার্ড থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী বা কোনো অরাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপির কোনো কমিটিতে ঢুকতে পারবেন না।’
বিষয়টি কঠোরভাবে মেনে চলতে দলের সব নেতা-কর্মীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে শিক্ষার্থীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবার আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার (৯ আগস্ট) জুমার নামাজের পর সারা দেশের মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী এবং সারা দেশের সব মুসলমানকে নামাজে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে দলটি।
আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে সফল হবেন অধ্যাপক ইউনূস: ফখরুল