এবার ‘নতুন পরিকল্পনা, নতুন উদ্যম, সবাই হব সক্ষম’ প্রতিপাদ্য নিয়ে দিনটি পালন করা হয়।
পুর্নবাসন স্বাস্থ্য পেশাজীবীসহ বিভিন্ন সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠান দিনটি উদযাপন উপলক্ষে নানাবিধ জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে।
প্রতিবারের ন্যায় এবারও বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উপলক্ষে বিনামূল্যে প্রতিবন্ধী ব্যক্তি ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানসহ আলোচনা অনুষ্ঠান হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেলা হেলথ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশন।
দিবসটি উপলক্ষে শনিবার সন্ধ্যায় ‘চ্যানেল আই’ বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস ২০২০ শীর্ষক এক গোল টেবিল বৈঠকের আয়োজন করে।
বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের নির্বাহী সদস্য ডা. শামীম আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, নিউরোডেভলপমেন্টাল ডিজ্যাএ্যাবিলিটি প্রটেকশনাল ট্রাস্টের (এনডিডি ট্রাস্ট) চেয়ারপার্সন অধ্যাপক ডা. মো. গোলাম রব্বানী ও সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ড. ভেলরি এন টেইলর অংশ নেন।
বিশ্ব অকুপেশনাল থেরাপির প্রতিপাদ্য বিষয় নিয়ে তথ্যমূলক প্রেজেনটেশন উপস্থাপন করেন সিআরপির সহযোগী অধ্যাপক ডা. মো. জুলকার নায়েন (ওটি)।
এছাড়া, অনুষ্ঠানে আয়োজনকারী সংস্থা বেলা হেলথ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. রোকসানা আক্তার (পিটি), সিআরপির নির্বাহী পরিচালক মো. শফিক উল ইসলাম, বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিটিউটের (বিএইচপিআই) অধ্যক্ষ ডা. মো. ওমর আলী সরকার, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপপরিচালক (পরিকল্পনা) ড. রাজীব হাসান প্রমুখ অংশ নেন।