মিয়ানমার থেকে অস্ত্র নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা ২৩ রোহিঙ্গাদের আদালতে হাজির করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম হোসেন বলেন, অনুপ্রবেশকারী ২৩ জনকে পুলিশে সোপর্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরপর শুক্রবার দুপুরে বিজিবি বাদী হয়ে কক্সবাজারের উখিয়া থানায় মামলা করে।
অনুপ্রবেশকারীদের কাছ থেকে ১২টি অস্ত্র, ৮৬৮ রাউন্ড গুলিসহ বিভিন্ন গোলাবারুদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।
২৩ রোহিঙ্গাকে আজ শনিবার দুপুরে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
ওসি আরও বলেন, রোহিঙ্গারা অস্ত্রসহ কী কারণে বাংলাদেশে প্রবেশ করছিল, পাশাপাশি অধিকতর তদন্তের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
আরও পড়ুন: রোহিঙ্গার অনুপ্রবেশ ঠেকাল বিজিবি
নিরাপত্তা নিশ্চিতে সীমান্তে বিজিবির সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি