খুলনায় পরীক্ষা খারাপ হওয়ায় এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় আড়ংঘাটা থানা রংপুর শাড়াতলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মন্দিরা বৈরাগী (১৬) রংপুর শাড়াতলা গ্রামের রনজিত বৈরাগীর মেয়ে এবং রংপুর মধ্যপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।
আরও পড়ুন: কুষ্টিয়ায় তরুণ-তরুণীর বিষপানে আত্মহত্যা
মন্দিরার চাচা গোবিন্দ জানান, নিজ বাড়ির শয়ন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে থাকা অবস্থায় মন্দিরাকে ঘরের লোকজন দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা মন্দিরাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এসএসসির বাংলা (প্রথম পত্র) পরীক্ষা খারাপ হওয়ায় হতাশায় ভুগছিল মন্দিরা।
আরও পড়ুন: মোবাইল গেম খেলতে না দেয়ায় স্কুলছাত্রের ‘আত্মহত্যা’
এ ব্যাপারে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওয়াহিদুজ্জামান জানান, ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে মন্দিরার লাশ হস্তান্তর করা হবে।
এদিকে খুলনার ডুমুরিয়ায় শনিবার বিকালে একটি পুকুর থেকে ১২ বছরের এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত মাশরাফি ফকির উপজেলার নোয়াকাটি গ্রামের মফিজুর রহমান ফকিরের ছেলে এবং ডুমুরিয়া ফুলজান্নেছা তাহফিজুল কুরআন বহুমুখী মাদরাসার ছাত্র।
আরও পড়ুন: চুরির অপবাদে নির্যাতন, অপমানে তরুণের আত্মহত্যা!
এ ব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান, শুক্রবার বিকালে নিহত ছাত্র নিখোঁজ হয়। শনিবার বিকালে মাদরাসার পুকুর থেকে তার লাশ উদ্ধার করে মাদরাসা কর্তৃপক্ষ। লাশ সুরতহাল প্রতিবেদনের জন্য মর্গে পাঠানো হয়েছে।