গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ জন বন্দি পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে ছয়জন বন্দি নিহত হয়েছেন।
বুধবার (৭ আগস্ট) বিকালে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি এই কর্মকর্তা। অবশ্য পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
তবে একটি বিশেষ সূত্র থেকে জানা গেছে, নিহতারা হলেন- মো. জিন্নাহ (২৯), আযলাখ হোসেন (২৭), আফজাল হোসেন (৬৩), স্বপন শেখ কালু (৪৫), রাধেশ্যাম হরিজন (৬৭) ও ইমতিয়াজ পাভেল (২৭)।
আরও পড়ুন: সাতক্ষীরায় কারাগার থেকে ৫৯৬ বন্দির পলায়ন, স্বেচ্ছায় আত্মসমর্পণ দুই শতাধিকের
সুব্রত কুমার বালা জানান, মঙ্গলবার (৬ আগস্ট) কাশিমপুর কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করেন। সে সময় তারা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারারক্ষীরা বাধা দিলে বন্দিরা তাদের ওপর চড়াও হন। কারারক্ষীদের মারধর করে তারা দেওয়াল ভেঙে, দেওয়াল টপকে, আবার কেউ কেউ দেওয়ালের সঙ্গে পাইপ লাগিয়ে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে সেনাবাহিনীকে খবর দিলে তারা কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে।
সকাল সাড়ে ৯টার পর হেলিকপ্টারে করে এসে সেনাবাহিনীর সদস্যরা কারাগারের ভেতরে নেমে প্রধান ফটকসহ কারাগারের সব ফটক নিয়ন্ত্রণে নেন। তবে তার আগেই বন্দিদের মধ্যে থেকে ২০৯ জন বন্দি দেয়াল টপকে পালিয়ে গেছেন বলে জানান এ কারা-কর্মকর্তা।
তিনি জানান, এসময় নিরাপত্তাকর্মীদের গুলিতে ৬ বন্দি নিহত হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খবর পেয়ে সকাল ১০টার পরপরই কারাবন্দিদের স্বজনরা প্রধান ফটকে এসে জড়ো হতে থাকে। এরপর তারা সেখানে বিক্ষোভ শুরু করে।
আরও পড়ুন: শেরপুর জেলা কারাগার ভাঙল দুর্বৃত্তরা, ৫০০ বন্দির পলায়ন