কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে দুপুর ১২টা থেকে প্রায় ১ ঘণ্টা অবস্থান করে মিছিল করেন তারা।
এদিকে সকালে কুমিল্লা জেলা স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল ১০ টা থেকেই জিলা স্কুলের গেটের সামনে জড়ো হতে থাকে বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ৯ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
এক পর্যায়ে স্কুলের প্রবেশদ্বারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীরা।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত সকল শিক্ষার্থীদের হত্যা ও নিপীড়নের বিচার দাবি করে স্লোগান দেয়।
আরও পড়ুন: 'মার্চ ফর জাস্টিস': যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল