গাজীপুর তিতাস গ্যাসের পাইপলাইন নেওয়ার সময় দেয়াল ভেঙে চাপা পড়ে সালাউদ্দিন মাঝি নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।
নিহত সালাউদ্দিন মাঝি (৫৬) ভোলার চরফ্যাশনের বাসিন্দা। তিনি গাজীপুর সদরের মণিপুর এলাকায় বসবাস করতেন।
আরও পড়ুন: গাজীপুরে ৬ একর বনভূমি দখলমুক্ত
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সোমবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার বানিয়ারচালা মেম্বার বাড়ি এলাকার রিফাত অ্যালুমিনিয়াম কারখানার গ্যাসের লাইন স্থাপনের কাজ করার জন্য রাস্তার পাশে মাটি খোঁড়াখুঁড়ির সময় পাশের প্যারাগন ফিট মিলস কারখানার বাউন্ডারির দেয়াল ভেঙে যায়। এ সময় মাটি খোঁড়াখুঁড়ির কাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক দ্রুত সরে যেতে পারলেও দুজন শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালিয়ে একজনকে নিহত ও অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করেন।
আহত শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের উপপরিচালক।