চট্টগ্রামের চান্দগাঁও থানায় পুলিশ হেফাজতে দুদকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর ঘটনায় আসামি মো. লিটনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন পিবিআই মেট্রো পরিদর্শক মো. ইলিয়াস খান।
তিনি বলেন, ‘নগরীর চকবাজার এলাকা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর ঘটনায় মামলার আরেক আসামি লিটনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে জসিম নামে এক আসামিকে গ্রেপ্তার করে পিবিআই।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩ অক্টোবর রাতে নগরীর এক কিলোমিটার এলাকায় বাসার কাছে রাস্তা থেকে একটি সিআর মামলায় দুদকের সাবেক উপপরিচালক ছৈয়দ মো. শহীদুল্লাহকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। থানায় পুলিশ হেফাজতে অসুস্থ হলে পার্কভিউ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ১৬ অক্টোবর চান্দগাঁও থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইউসুফ, এএসআই সোহেল রানা, থানার পরিদর্শক (তদন্ত) মো. মবিনুল হকসহ ৯ জনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালতে মামলাটি দায়ের করেন শহীদুল্লাহর স্ত্রী ফৌজিয়া আনোয়ার। আদালত চান্দগাঁও থানাকে মামলাটি রেকর্ড করার আদেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন- চান্দগাঁও থানা এলাকার বাসিন্দা এস এম আসাদুজ্জামান, মো. জসীম উদ্দীন, মো. লিটন, রনি আক্তার তানিয়া ও কলি আক্তার।