বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
গত ২৯ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ১৩ মার্চ বিএনপির মেয়র প্রার্থী শফিকুর রহমান ভুইয়া আকস্মিকভাবে অসুস্থ হয়ে মারা গেলে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল হোসেন জানান, নতুন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৪ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ১০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
নির্বাচন ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা।
ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচনে মেয়র পদে নতুন করে মনোনয়নপত্র দাখিলের সুযোগ আছে। তবে ইতোপূর্বে এ পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের নতুন করে আর দাখিলের প্রয়োজন নেই। সেই সাথে সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদেও নতুন করে মনোনয়নপত্র দাখিলের সুযোগ থাকছে না।
চাঁদপুর পৌরসভার মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ৪৮৭ জন। এর মধ্যে নারী ভোটার ৫৮ হাজার ৩৪৩ জন আর পুরুষ ভোটার ৫৮ হাজার ১৪৪ জন। চাঁদপুর পৌরসভা ১৫টি ওয়ার্ড নিয়ে গঠিত।
নির্বাচন কমিশন সচিবালয়ের নিয়োগকৃত চাঁদপুর জেলা নির্বাচন অফিসার পৌর নির্বাচনে রিটার্নিং অফিসার এবং সদর উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসক আপিল কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে, নির্বাচনের নতুন তারিখ ঘোষণার পরপরই নড়েচড়ে বসেছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন অনেকে।
তবে, নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী কে হবেন তা এখনও নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছেন দলটির জেলা পর্যায়ের সিনিয়র সদস্য মুনির চৌধুরীসহ কয়েকজন।
উল্লেখ, এর আগে মেয়র পদে প্রার্থী ছিলেন তিনজন। তারা হলেন আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক (সাবেক ছাত্রলীগ নেতা) জিল্লুর রহমান জুয়েল, বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা কমিটির অর্থ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ বেলাল এবং বিএনপির চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভুইয়া।