নারায়ণগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্লাস্টিক পাইপ ও রাবারের গুদামে লাগা আগুন প্রায় চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের স্টেশন অফিসার (মেডিকেল সেল) তানহা বিন জসিম জানান, দুপুর ১টা ২৩ মিনিটে নারায়ণগঞ্জ সদর দপ্তরের হাজীগঞ্জ এলাকায় ডিসি বাংলোর সামনে বিআইডব্লিউটিএ'র ৪ নম্বর গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: বরিশালে আগুনে পুড়ল ৪টি দোকান, ঘুমিয়ে থাকা কর্মচারীর মৃত্যু
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকাল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউএনবির নারায়ণগঞ্জ সংবাদদাতা জানান, বিআইডব্লিউটিএ গুদামে জাহাজের মূল্যবান জিনিসপত্র মজুদ করে। শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত ক্ষতিগ্রস্ত এই গুদামে প্লাস্টিকের পাইপ ও রাবার মজুদ করা ছিল।
বিআইডব্লিউটিএ'র সদস্য (অর্থ) মো. রাফিউল হোসেন বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে।
আরও পড়ুন: গাজীপুরে মোজা তৈরির কারখানায় আগুন