ভারত থেকে আসা পানিতে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও এখনও জেলার পাঁচ উপজেলার হাজারো পরিবার পানিবন্দি রয়েছে।
এসব এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। কৃত্রিম পানির চাপে তিস্তা ব্যারাজ ফ্লাড বাইপাস ও কাকিনা মহিপুরসহ বিভিন্ন সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আরও পড়ুন: বন্যায় ভারত ও নেপালে মৃতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে
জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকলে তা প্রয়োজনের তুলনায় অনেক কম।
সরেজমিনে দেখা গেছে, ভারত থেকে আসা পানিতে তিস্তা নদীর পানি বৃদ্ধির কারণে জেলার পাঁচ উপজেলার নদী তীরবর্তী এলাকাগুলোর কাঁচা-পাকা অধিকাংশ সড়ক ভেঙে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। পানির চাপে তিস্তা ব্যারাজ ফ্লাড বাইপাস ভেঙে বন্যার পানিতে লালমনিরহাটের কাকিনা-মহিপুর-রংপুর সড়ক ভেঙে গেছে। বুধবার সন্ধ্যায় রংপুর-লালমনিরহাট সীমান্তে মিলনবাজার এলাকায় এ সড়ক ভেঙে গেছে। এতে রংপুরের সাথে মহিপুর হয়ে লালমনিরহাটের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে উজানের ঢলে বন্যার আশঙ্কা, বৃষ্টি থাকবে আরও দু'দিন