শেখ হাসিনার পদত্যাগের খবর প্রকাশ্যে আসার পর সোমবার (৫ আগস্ট) সিলেটের বিয়ানীবাজার থানায় দুর্বৃত্তরা হামলা চালালে পুলিশের গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে।
সোমবার বিকালে এ হতাহতের ঘটনা ঘটলেও উপজেলাজুড়ে উত্তেজনা বিরাজ করায় মঙ্গলবার (৬ আগস্ট) থানা থেকে লাশ নিয়ে যান নিহতদের স্বজনরা।
এর আগে, শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে রাস্তায় নেমে মিষ্টি বিতরণ করে মিছিল করেন সিলেটের বিয়ানীবাজারের উচ্ছ্বসিত জনতা।
সেদিন বিকাল ৩টার দিকে পৌর শহরের রাস্তায় নেমে আসে বিভিন্ন বয়সী হাজারও মানুষ। এসময় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীদের বিরুদ্ধে তাদের স্লোগান দিতে দেখা যায়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় কৃষকলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা
এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা বিয়ানীবাজার থানা, মুক্তিযোদ্ধা সংসদ ভবন, বঙ্গবন্ধু ম্যুরাল, আওয়ামী লীগ নেতার ব্যাক্তিগত কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের একটি দল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।
অগ্নিকাণ্ডে বিয়ানীবাজার থানা পুলিশের কয়েকটি রাষ্ট্রীয় গাড়ি ও স্থাপনা পুড়ে গেছে। হামলার আগ মুহূর্তে পুলিশ সদস্যরা আত্মসমর্পণের করলেও তাদের ওপর চড়াও হয় দূর্বৃত্তরা। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে ৩ জন ঘটনাস্থলে নিহত হন। এছাড়া বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশংকাজনক। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম জানান, হামলায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। পরিস্থিতি শান্ত করতে সেনাবাহিনী কাজ করছে।
আরও পড়ুন: জনরোষ থেকে বাঁচতে পানিতে ঝাঁপ, প্রাণ গেল আ.লীগ নেতার