পবিত্র আশুরা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, পবিত্র আশুরা উপলক্ষে বুধবার সরকারি ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। বৃহস্পতিবার পুনরায় সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির কারণে বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। একদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় সরকার এ বন্দর থেকে ২৫ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হলো। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।