বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বুধবার ভারত ও বাংলাদেশে মধ্যে আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে।
বুধবার (২২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
আরও পড়ুন: উপজেলা নির্বাচন: হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
তিনি জানান, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারিভাবে ছুটি থাকার কারণে আজ সকাল থেকে ভারতের সঙ্গে বন্দর দিয়ে সব আমদানি ও রপ্তানি বন্ধ রাখা হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি আমদানি ও রপ্তানি কার্যক্রম চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেক পোস্টের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হলেও স্বাভাবিক রয়েছে পাসপোর্টধারীদের যাতায়াত।