জেলা, উপজেলা, পুলিশ প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশ এই অভিযানে অংশ নেয়।
জেলার‘ সবচেয়ে দুর্গম এলাকা বাংলাবাজার, কালীরচর, বকচর, গজারিয়া, চরবলাকিসহ বিভিন্ন এলাকায় এই অভিযানের সময় জেলেদের জাতীয় স্বার্থে মা ইলিশ রক্ষার প্রয়োজনীতা তুলে ধরা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান তালুকদার জানান, গত ১৪ দিন ধরে অভিযানে ৩২০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। ৬১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ছাড়াও ১১১টি অভিযান চলে। মা ইলিশ রক্ষা অভিযানে বিমান বাহিনীর হেলিকপ্টারও মনিটরিংয়ে অংশ নেয়। এরপরও জেলেদের আটকে রাখা যাচ্ছে না।
অভিযানে পুলিশ সুপার মো. আব্দুল মোমেন পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাঁন মো. নাজমুস শোয়েব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, জেলা মৎস্য কর্মকর্তা ডা. মো. আব্দুল আলীম, অতিরিক্ত পুলিশ সুপার মুন্সিগঞ্জ সার্কেল খন্দকার আশফাকুজ্জামান, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. হাসান সাদী, মুন্সীগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাহ উল হক সাবেরিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবীর, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু মুন্সী, মুন্সিগঞ্জ থানার ওসি মো. আনিচুর রহমানসহ নৌপুলিশ ও কোস্ট গার্ডের কর্মকর্তারা অংশ নেন।