বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে না পারায় ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভাটামতলা গ্রামে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: যৌতুকের দাবিতে মাগুরায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে ‘পেটালেন’ স্বামী
আহত স্ত্রী শিখা খাতুন (২০) এক সন্তানের জননী।
অভিযুক্ত স্বামী সাগর হোসেন ওই এলাকার ইনামুল ইসলামের ছেলে।
আহত শিখা খাতুন বলেন, তিন বছর আগে আমার বাবা দুই লাখ টাকার দেনমোহর ধার্য করে ভাটামতলা গ্রামের সাগর হোসেনের সাথে বিয়ে দেয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় আমাকে মারধর করে আসছিলেন। শুক্রবার দুপুরেও আমাকে আমার অসহায় বাবার কাছ থেকে টাকা এনে দেয়ার জন্য মারপিট শুরু করে।
আরও পড়ুন: যৌতুকের দাবিতে মারধরের দায়ে যশোরে পুলিশের এসআইয়ের কারাদণ্ড
এ ঘটনায় আহত শিখা খাতুনের বাবা শরিফুল ইসলাম বাদী হয়ে সাগর, সাগরের বাবা ইনামুল ইসলাম ও জনৈক রাজুকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।