ইয়াবা ব্যবসার অভিযোগে সিলেট নগরীর মহাজনপট্টি থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।
বুধবার (২৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে মহাজনপট্টির সিরাজ মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পারুয়া লামাপাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মো. কাউসার আহমদ (৩২) ও একই উপজেলার পাড়ুয়া বদিকোনা এলাকার আব্দুল হামিদের ছেলে নিজাম উদ্দিন (৪২)।
এসএমপির মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মহাজনপট্টির সিরাজ মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে কাউসার ও নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ১৫ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে সিলেটের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।