চট্টগ্রামের সীতাকুণ্ডে গঙ্গা পূজা দিতে গিয়ে সাগরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১৬ জুন) দুপুরে উপজেলার কুমিরা ইউনিয়নের বড় কুমিরা ঘাটঘর সাগর উপকূলে এ ঘটনা ঘটে।
মৃত ২ শিশু হলো- অনিল জলদাশের মেয়ে খুশি জল দাশ (১২), রানা জলদাশের মেয়ে কিশোরী জলদাশ (৯)। তারা কুমিরা ইউনিয়ের ঘাটঘর এলাকার জেলে পাড়ার অনিল সর্দারের বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গা পূজা উপলক্ষে জেলেবাসীরা সকাল ৯টার সময় কুমিরা-সন্দ্বীপ ফেরীঘাটে পূজা শেষে সাগরে গোসল করতে নামে। এ সময় ২ শিশু সাগরের পানিতে ডুবে নিখোঁজ হয়। খোঁজাখুজির প্রায় ৩ ঘণ্টা পর দুপুর ১২টার সময় জেলেরা ২ শিশুর মৃতদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: হাজীগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
নিহত শিশু খুশি দাশের বাবা অনিল দাশ বলেন, সকালে বাড়ির অন্যান্য ছেলেমেয়ের সঙ্গে আমার মেয়েও গঙ্গা পূজা করতে সাগরে যায়। পূজা শেষে সবাই বাড়ি ফিরে এলেও আমার মেয়ে এবং বাড়ির আরেকটি মেয়ে না আসায় আমরা ধারণা করি তারা জোয়ারের পানিতে ডুবে যায়। ৩ ঘণ্টা পর বাড়ির লোকজন ২ জনের মৃতদেহ উদ্ধার করে।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, দুপুরে আমরা খবর পাই সাগরে ২ শিশু নিখোঁজ হয়েছে। দ্রুত আমরা ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছার পর শুনি জেলেরা ২ শিশুর লাশ উদ্ধার করেছে।
আরও পড়ুন: পদ্মায় ট্রলার ডুবে গরু ব্যবসায়ী নিখোঁজ