পরিবারে খাবার সংকট দেখা দিলে পৌর মেয়র বা কমিশনারদের জানালেই ফোনে দেয়া ঠিকানায় খাবার পৌঁছে দিচ্ছেন পৌর মেয়রসহ পৌর কর্মকর্তা- কর্মচারীরা।
প্রাণঘাতি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার বৃহস্পতিবার থেকে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। সারা দেশের মানুষকে বাড়িতে থাকতে বলা হয়েছে। সরকারের ঘোষণা বাস্তবায়নে হাটবাজার, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
সেই সাথে, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
এ সময়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শ্রমজীবী, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা। এদিকে, সোনাগাজী পৌর এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। হাটবাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কাজ করতে না পেরে নিম্ন আয়ের মানুষজন খাদ্যাভাব ও অর্থসংকটে পড়েছে।
তাই, এসব মানুষের ঘরে খাবার পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন।
সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন বলেন, প্রাথমিকভাবে প্রায় এক হাজার হতদরিদ্রের কাছে খাবার পৌঁছে দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। এরই মধ্যে দুই শতাধিক দিনমজুরের বাসায় খাবার পৌঁছে দেয়া হয়েছে। পরে চাহিদা অনুযায়ী এ সংখ্যা বাড়ানো হবে। খাবার প্যাকেটজাত ও বিতরণে সাহায্য করছে পৌরসভার কর্মচারীরা।
প্রত্যেকটি পরিবারের জন্য তৈরি এ প্যাকেটে থাকছে তিন কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু এবং এক কেজি মুড়ি, বলেন তিনি।
প্রসঙ্গত, সোনাগাজী পৌর মেয়রের উদ্যোগে পৌরসভার নাগরিকদের সুরক্ষার জন্য মাস্ক, হ্যান্ড গ্লাবস, স্যানিটাইজার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও পরিবেশ সুরক্ষা জীবণুনাশক স্প্রে এবং মশক নিধন অভিযান চালানো হয়েছে।