মাদ্রাসার মজলিসে শুরার বৈঠকে বৃহস্পতিবার রাতে আল্লামা শফী তার এ সিদ্ধান্তের কথা জানান।
বৈঠক শেষে মজলিসে শুরার একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, পদত্যাগের ঘোষণার পরপরই আল্লামা শফী অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে, বুধবার দুপুর থেকে আল্লামা শফী ও তার ছেলে মাওলানা আনাস মাদানীর পদত্যাগসহ বেশকিছু দাবিতে বিক্ষোভ শুরু করেন হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা। তারা মাদ্রাসার মূল ফটকে তালা লাগিয়ে দিলে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় বাইরে গেটের সামনে অবস্থান নেন র্যাব ও পুলিশের সদস্যরা। বিক্ষোভের এক পর্যায়ে মাদ্রাসার সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে পুলিশ সড়ক থেকে তাদের সরিয়ে দেয়। এ সময় মাদ্রাসার ভেতর ভাংচুর করেন ছাত্ররা। আনাস মাদানীসহ কয়েকজন শিক্ষকের কক্ষে ভাঙচুর করা হয়।
বিক্ষোভের সময় মাদ্রাসার ভেতরে বিভিন্ন প্রচারপত্র বিলি করে মাওলানা আনাসের অব্যাহতির পাশাপাশি তার অব্যাহতি দেয়া তিনজন শিক্ষককে পুনর্বহাল, মাওলানা আনাস কর্তৃক নিয়োগ করা সব অযোগ্য শিক্ষককে ছাঁটাই ও ছাত্রদের ওপর জুলুম-হয়রানি বন্ধ করাসহ বিভিন্ন দাবি জানান আন্দোলনকারীরা।
বিক্ষোভের এক পর্যায়ে বুধবার রাতে মজলিসে শুরা কমিটির জরুরি বৈঠক ডাকেন আল্লামা শফী। রাত সাড়ে ১০টার দিকে বৈঠক শেষ হয়।
বৈঠক শেষে শুরা কমিটির সদস্য মাওলানা নোমান ফয়েজী ছাত্রদের বলেন, আনাসকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
মাওলানা আনাস হাটহাজারী মাদ্রাসার শিক্ষাসচিব। একই সাথে তিনি হেফাজত ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক।