বিশ্বকাপ বাছাইয়ের আগে দলের ভবিষ্যৎ গঠনের কথা মাথায় রেখে নতুন প্রজন্মের ফুটবলারদের খেলার সুযোগ দিয়ে নেশন্স লিগের স্কোয়াড ঘোষণা করেছেন বেলজিয়াম কোচ দমেনিকো তেদেস্কো। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক কেভিন ডি ব্রইনে ছাড়া অভিজ্ঞ ফুটবলারদের কেউ নেই বললেই চলে।
পুরনোদের রেখে নতুনদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়ে তেদেস্কো বলেন, নতুন এই পরিকল্পনায় ডি ব্রুইনের থাকাটা অপরিহার্য।
আগামী ৬ সেপ্টেম্বর নেশন্স লিগের গ্রুপপর্বে ইসরায়েলের বিপক্ষে মাঠে নামবে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। ‘এ’ লিগের গ্রুপ-২ এ তাদের অন্য দুই প্রতিপক্ষ ফ্রান্স ও ইতালি। প্রথম ম্যাচের তিন দিন পর দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে রবের্ত মার্তিনেসের শিষ্যরা।
আরও পড়ুন: রোনালদোকে নিয়ে নেশন্স লিগে পর্তুগালের স্কোয়াড ঘোষণা
স্কোয়াড ঘোষণার পর সংবাদ সম্মেলনে তেদেস্কো বলেন, ‘বিশ্বকাপের বাছাইপর্বের খেলা শুরু হতে আরও প্রায় ছয় মাস রয়েছে। এর আগেই আমরা নতুন ফুটবলারদের খেলিয়ে দেখতে চাই। তারা যদি প্রত্যাশা পূরণ করতে পারে, তবে অবশ্যই তাদের (বড় মঞ্চে) সুযোগ দেওয়া হবে।’
এই পরিকল্পনার কারণে জাতীয় দলের নিয়মিত মুখ ইয়ানিক কারাসকো, লিয়ান্দ্রো ত্রোসা ও আক্সেল ভিতসেলের মতো অভিজ্ঞ ফুটবলারদের বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
তেদেস্কো বলেন, ‘আমি ওদের সঙ্গে কথা বলে আমার পরিকল্পনার বিষয়ে ব্যাখ্যা করেছি। তবে যদি প্রয়োজন হয়, তবে ভবিষ্যতে তাদের ডাকা হবে।’
কেভিন ডি ব্রুইনেকে দলে রাখার কারণ হিসেবে তিনি বলেন, ‘কেভিন ব্যতিক্রম। সে আমাদের অধিনায়ক। আমি মনে করি, তার সাহচার্যে তরুণ ফুটবলাররা বেড়ে ওঠার ভালো সুযোগ পাবে।’
স্কোয়াড থেকে আরও বাদ পড়েছেন সম্প্রতি চেলসি থেকে নাপোলিতে পাড়ি জমানো ফরোয়ার্ড রোমেলু লুকাকু। তবে দলদবলের পর লুকাকু নিজেই ছুটি চেয়েছিলেন কলে জানিয়েছেন কোচ।
আরও পড়ুন: চেলসি ছেড়ে নাপোলিতে লুকাকু
এছাড়া তেদেস্কোর কোচিংয়ে খেলবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া। ফলে অভিজ্ঞ এই গোলরক্ষককেও পাচ্ছেন না বেলজিয়াম কোচ।
তবে স্কোয়াডে নতুন করে ডাক পেয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড জুলিয়েন দুরানভিল।
বেলজিয়াম স্কোয়াড
গোলরক্ষক: কোয়েন কাস্তিলস (আল কাদসিয়া), থমাস কামিনস্কি (লুটন টাউন), মাটস সেলস (নটিংহ্যাম ফরেস্ট)।
ডিফেন্ডার: তিমোথি কাস্তানিয়া (ফুলহ্যাম), জেনো দেবাস্ত (স্পোর্তিং লিসবন), মাক্সিম দে কুইপার (ক্লাব ব্রুজ), কোনি দে ভিন্তার (জেনোয়া), ভাউট ফায়েস (লেস্টার সিটি), থমাস ময়নিয়ের (লিল), আর্থুর থিয়াতে (ফ্রাঙ্কফুর্ট)।
মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনে (ম্যানচেস্টার সিটি), জুলিয়েন দুরানভিল (ডর্টমুন্ড), আর্নে এঞ্জেলস (আউগসবুর্গ), ওরেল মাঙ্গালা (অলিম্পিক লিওঁ) আমাদু ওনানা (অ্যাস্টন ভিলা), আলেক্সিস সায়লেমায়কার্স (এসি মিলান), ইউরি তিলেমানস (অ্যাস্ট ভিলা), আর্থুর ভেরমিরেন (লাইপসিগ)।
ফরোয়ার্ড: ইয়োহান বাকায়োকো (পিএসভি আইন্দহোভেন), চার্লস দে কেতেলায়রে (আতালান্তা), জেরেমি দোকু (ম্যানচেস্টার সিটি), দদি লুকেবাকিয়ো (সেভিয়া), লইস ওপেন্দা (লাইপসিগ)।