টটেনহ্যাম ছেড়ে হ্যারি কেইন গত মৌসুমে বায়ার্ন মিউনিখে নাম লেখানোর পর থেকেই তার শূন্যতা টের পাচ্ছে নর্থ লন্ডনের ক্লাবটি। এক মৌসুম পর এবার তার স্থলাভিষিক্ত হয়েছেন ডমিনিক সোলাঙ্কে।
বোর্নমাউথের জার্সিতে গত মৌসুমে ক্যারিয়ারের সেরা সময় কাটানোর পরপরই টটেনহ্যাম কোচ আগ্নে পোস্তেকোগ্লুর নজরে পড়েন সোলাঙ্কে। এরপর ৬৫ মিলিয়ন ইউরো (৫৫+১০) খরচ করে তাকে দলে ভিড়িয়েছেন ক্লাবটির কর্তারা।
ছয় বছরের জন্যে ২০৩০ সাল পর্যন্ত টটেনহ্যামের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ২৬ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড। হ্যারি কেইনের বিদায়ের পর আক্রমণভাগে তিনিই সেই অভাব পূরণ করবেন বলে বিশ্বাসী কোচ পোস্তেকোগ্লু।
তিনি বলেন, ‘তার মতো একজনকেই আমরা খুঁজছিলাম। আমার মনে হয়, ক্যারিয়ারের যে অবস্থায় সে রয়েছে, তাতে দলের জন্যে সে দারুণ একজন হবে। ওই পজিশনের একজন খেলোয়াড়ের মধ্যে যেসব বৈশিষ্ট্য আমরা খুঁজছিলাম, তার সবই ওর ভেতরে রয়েছে।’
আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এবার ইতালিতে পাড়ি জমালেন ভারান
ইংল্যান্ডের জাতীয় দলের জার্সিতে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পাওয়া সোলাঙ্কে গত মৌসুমে ক্যারিয়ারের চূড়ায় চড়েন। বোর্নমাউথের হয়ে ৪২ ম্যাচ খেলে ২১ গোল করেন তিনি। এর মধ্যে প্রিমিয়ার লিগে তার গোলসংখ্যা ছিল ১৯টি।
টটেনহ্যামে নাম লিখিয়ে স্পার্স টিভিকে সোলাঙ্কে বলেন, ‘এটি একটি দুর্দান্ত ক্লাব। ক্লাবের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে আমার আকাঙ্ক্ষাও মিলে যায়। তাই এখানে (খেলা) শুরু করতে পেরে এবং সতীর্থদের সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগছে।’
‘ক্লাবের যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করে তা হচ্ছে এটি কতটা উচ্চাকাঙ্ক্ষী। এখানে দুর্দান্ত একজন ম্যানেজারের তত্ত্বাবধায়নে দুর্দান্ত সব খেলোয়াড়রা খেলে, আশা করছি আমার খেলার স্টাইলের সঙ্গেই তাদের স্টাইল মিলবে। তাই সবার সঙ্গে মাঠে নামতে আমার আর তর সইছে না।’
২০১৯ সালে ১৯ মিলিয়ন ইউরোরর বিনিময়ে লিভারপুল থেকে বোর্নমাউথে যোগ দেন সোলাঙ্কে। নিজেদের জন্যে পরবর্তী দলবদলের ২০ শতাংশ মূল্যও অবশ্য তারা সে সময় চুক্তিতে রাখে লিভারপুল।