২০২৫ সালের নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপের ভেন্যুগুলোর নাম ঘোষণা করেছে ফিফা। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল যে ভেন্যুতে অনুষ্ঠিত হবে, সেই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে আগামী বছরের ক্লাব বিশ্বকাপের ফাইনাল।
৩২ ক্লাবের অংশগ্রহণে নতুন ফরম্যাটের এই টুর্নামেন্টের জন্য শনিবার ১২টি ভেন্যুর নাম ঘোষণা করেছে ফিফা যার ১১টি ভেন্যুতেই ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
আগামী বছরের ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আয়োজনের জন্যে এই স্টেডিয়ামটির নাম আগেই ঘোষণা করেছে ফিফা।
ক্লাব বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফা ঘোষিত স্টেডিয়ামগুলো হচ্ছে- আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম, সিনসিনাটির টিকিউএল স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেসের রোজ বোল স্টেডিয়াম, মিয়ামির হার্ড রক স্টেডিয়াম, ন্যাশভিলের জিওডিআইএস পার্ক, ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, অরল্যান্ডোর ইন্টার অ্যান্ড কোং স্টেডিয়াম, ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ড, সিয়াটলের লুমেন ফিল্ড এবং ওয়াশিংটনের অডি ফিল্ড স্টেডিয়াম।
আগামী বছরের ১৫ জুন থেকে পর্দা উঠবে ক্লাব বিশ্বকাপের যা চলবে ১৩ জুলাই পর্যন্ত।
আরও পড়ুন: বর্ণবাদ পরিস্থিতির উন্নতি না হলে স্পেনে বিশ্বকাপ চান না ভিনিসিউস
চেলসি, ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ গত চার বছরের চক্রে চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ বিজয়ী হিসেবে ইউরোপ থেকে স্বয়ংক্রিয়ভাবে নতুন ফরম্যাটের এ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে।
এছাড়া সরাসরি সুযোগ পেয়েছে বায়ার্ন মিউনিখ, প্যারিস সেন্ট জার্মেই, ইন্টার মিলান, পোর্তো ও বেনফিকা।
এসব ক্লাবের সঙ্গে দক্ষিণ আমেরিকার ছয়টি এবং এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকা থেকে ১২টি ক্লাব টুর্নামেন্টে অংশ নেবে। এ ছাড়াও ওশেনিয়ার একটি ক্লাব এবং আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের হয়ে একটি করে দল খেলবে আাসন্ন ক্লাব বিশ্বকাপে।