অনির্বাচিত সরকারকে যারা ক্ষমতায় আনার স্বপ্ন দেখছেন তাদের এই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘যারা অনির্বাচিত সরকারের স্বপ্ন দেখছেন, দয়া করে এই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসুন। এটা জীবনে কখনই ঘটবে না।’
বৃহস্পতিবার বর্তমান একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনে সংসদ নেতা শেখ হাসিনা তার সমাপনী ভাষণে এসব কথা বলেন।
তিনি বলেন, কিছু লোক বলছে যে একটি অনির্বাচিত সরকার যদি দুই থেকে তিন বছর ধরে দেশ চালায় তবে কোনও ক্ষতি হবে না এবং এটি মহাভারতকে অশুদ্ধ করবে না।
যারা অনির্বাচিত সরকার আনতে চায় তাদের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘যারা এ ধরনের কথা বলেন, তারা কি আসলেই এদেশের মানুষের কল্যাণ চান? তারা ব্যক্তিগত লাভকে অগ্রাধিকার দেয়। সুতরাং, দেশের জনগণকে তাদের বিরুদ্ধে সতর্ক ও সাবধান থাকতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের মডেল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু জাতির পরিবর্তন তাদের নজরে আসে না। এটিকে দুর্ভাগ্যজনক,’ বলে আখ্যা দেন তিনি।
আরও পড়ুন: জনগণকে হয়রানি না করে কর দিতে উৎসাহিত করুন: প্রধানমন্ত্রী
‘এখন তারা অনির্বাচিত সরকার আনতে চায়’ উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের ধ্বংস প্রত্যক্ষ করেছে, দেশের উৎপাদন ব্যাহত করেছে এবং অতীতে অনির্বাচিত সরকারের আমলে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘তারা কি দেশের মানুষকে আবারও ভীতিকর পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায়। জনগণের ভাগ্য আবারও অনিশ্চয়তায় ঠেলে দিতে চায়?
২০২৩ বর্ষপঞ্জির আলোকে বছরের প্রথম অধিবেশন ২৫টি বৈঠকের পর মূলতবি করা হয়।
বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির মূলতবির আদেশ পাঠ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এর আগে ৫ জানুয়ারি শুরু হওয়া নববর্ষের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার ভাষণ দেন।
পরে, সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের ওপর ৪০ ঘন্টা ২৭ মিনিট আলোচনার পরে, রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানানোর প্রস্তাব গৃহীত হয়।
আরও পড়ুন: এসডিজি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে: প্রধানমন্ত্রী