অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির (এএআইবিএস) ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর এক হোটেলে এ আয়োজন করা হয়।
দেশের বিভিন্ন অঞ্চলসহ প্রবাস থেকেও সভায় সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন নির্বাহী ও সাধারণ পরিষদের সদস্যরা।
সভায় বার্ষিক অডিট রিপোর্ট-২০২৩ অনুমোদন করা হয়। এ সময় গত বছরের কার্যক্রম ও অর্জন নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মসূচি ও কার্যক্রমবিষয়ক বিভিন্ন তথ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে করা ‘কান্ট্রি স্ট্র্যাটেজি ভিওয়ান’ অনুমোদন করা হয়।
সভায় ফামিদা ওয়াহাবকে নতুন নির্বাহী বোর্ডের সদস্য এবং জেরিন জেবা খান ও ফারহাদুর রেজাকে সাধারণ পরিষদ সদস্য হিসেবে নির্বাচন করা হয়।
নতুন সদস্যদের শুভেচ্ছা জানিয়ে অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির চেয়ারপারসন ইব্রাহিম খলিল আল-জায়াদ বলেন, নবনির্বাচিত সব সদস্যই এই প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ।
নবনির্বাচিত বোর্ড সদস্যরা অ্যাকশনএইডের লক্ষ্য, দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং তাদের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে সোসাইটির পরিচালনাকে শক্তিশালী করে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এবং অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির সাবেক অফিসিও সেক্রেটারি ফারাহ্ কবির প্রতিষ্ঠানের মধ্যে শক্তিশালী পরিচালনা ব্যবস্থা ও জবাবদিহি বাড়াতে নির্বাহী পরিষদ এবং সাধারণ পরিষদের সদস্যদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটি তৃণমূল থেকে শুরু করে নতুন প্রজন্ম ও অভিজ্ঞদের নির্বাহী বোর্ড ও সাধারণ পরিষদে অন্তর্ভুক্তির মাধ্যমে একটি অন্তর্ভুক্তমূলক গণতান্ত্রিক মডেল তৈরি করতে পেরেছে, যা সবার জন্য অনুকরণীয়।
এ সময় ফিলিস্তিনে চলমান অমানবিক হামলার নিন্দা ও অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সভাটি শেষ হয়।