আন্তর্জাতিক সম্প্রদায়কে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার নিশ্চিতের মাধ্যমেই বর্তমান পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা বলেন।
সাংবাদিকদের ব্রিফিং শেষে একজন কূটনীতিক ইউএনবিকে বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করেই মূল আলোচনা হয়েছে।
এসময় ঢাকায় নিযুক্ত কূটনীতিকরা বিদ্যমান পরিস্থিতির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা ও রোহিঙ্গা ইস্যু সম্পর্কে জানতে চেয়েছেন।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, ‘এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’
আরও পড়ুন: বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে চীন স্বাগত জানায় বলেও জানান তিনি।
বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, 'চীন বাংলাদেশের সঙ্গে কাজ অব্যাহত রাখবে।’
ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের বর্তমান পরিস্থিতি এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য অন্তর্ববর্তীকালীন সরকারের এ পর্যন্ত গৃহীত পদক্ষেগুলোর বিষয়ও তুলে ধরেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতির উন্নতি হবে।
তিনি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সম্পৃক্ততার ক্ষেত্রেও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।
উপদেষ্টা বলেন, একজন কূটনীতিক ভবিষ্যতে নির্বাচিত সরকারে তরুণদের প্রতিনিধিত্ব দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি কূটনীতিকদের জানান, অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার ইস্যুতে খুবই সচেতন (সিরিয়াস)।
উপদেষ্টা মানবাধিকার ইস্যুতে কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে এমন উপদেষ্টাদের অন্তর্ভুক্তির কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, তারা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য তুলে ধরেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রেক্ষাপটও ব্যাখ্যা করেছেন।
ব্রিফিংয়ে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক একটি বড় বিষয়। তিনি জোর দিয়ে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসবাস করলেও এ সম্পর্ক অক্ষত থাকবে।
নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের জন্য এটিই ছিল প্রথম ব্রিফিং।
এর আগে গত বৃহস্পতিবার শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার।
আরও পড়ুন: আওয়ামী লীগ দল গোছাতে পারে কিন্তু বিশৃঙ্খলার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা