ভারত মহাসাগরকে 'আশার আলো' হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত মহাসাগরের কার্যক্রম অবশ্যই নিরাপদ ও সুরক্ষার সঙ্গে পরিচালনা করতে হবে।
আইওআরএ'র ভিশনের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আন্তঃআইওআরএ বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির মাধ্যমে আইওআরএ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ঐক্যবদ্ধ ভূমিকা পালন এবং পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য একটি সম্মিলিত কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন ড. মোমেন।
তিনি আশা প্রকাশ করেন, আইওআরএ এই অঞ্চলে শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে।
বুধবার কলম্বোতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২৩তম কাউন্সিল অব মিনিস্টারস মিটিংয়ে (সিওএম) যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।
আরও পড়ুন: নির্দিষ্ট একটি দেশ নিজেকে বাংলাদেশের বন্ধু দাবি করলেও ভিসা নিষেধাজ্ঞা দেয় : চীনা রাষ্ট্রদূত
বাংলাদেশের পক্ষ থেকে শ্রীলঙ্কার কাছে আইওআরএ'র সভাপতিত্ব হস্তান্তরের মধ্য দিয়ে বৈঠক শুরু হয়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার উদ্বোধনী বক্তব্যে ২০২৩-২০২৫ মেয়াদের জন্য অ্যাসোসিয়েশনের নতুন চেয়ার হিসেবে শ্রীলঙ্কা এবং ভাইস-চেয়ার হিসেবে ভারতকে অভিনন্দন জানান।
বিদায়ী সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইওআরএ'র সভাপতিত্বকালে সচিবালয়ের জন্য একটি বিস্তৃত ও নিয়মতান্ত্রিক ক্ষতিপূরণ প্যাকেজ প্রবর্তন এবং এর আর্থিক ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করার মতো আইওআরএ-তে বাংলাদেশের অবদানের একটি বিবরণ কাউন্সিলে উপস্থাপন করেন।
তিনি অ্যাসোসিয়েশনের কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশের প্রগতিশীল ভূমিকার কথাও তুলে ধরেন।
বাংলাদেশের 'আইওআরএ-ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ'-এর কথা উল্লেখ করে তিনি সংলাপ অংশীদার এবং আইওআরএ সদস্য রাষ্ট্রগুলোকে এই উদ্যোগকে সমর্থন এবং এ অঞ্চলের অন্যান্য উন্নয়ন কর্মসূচির পৃষ্ঠপোষকতা করার আহ্বান জানান।
আরও পড়ুন: কলম্বোতে আইওআরএ'র মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন মোমেন