বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্কের উন্নয়নে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হরতান্তো সুবোলোর সঙ্গে আলোচনা করেছেন আইবিএফবির পরিচালনা পর্ষদ ও প্রধান কর্মকর্তারা।
সম্প্রতি আইবিএফবি কার্যালয়ে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় যোগ দেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, তিনি প্রায় দুই বছর ধরে বাংলাদেশে আছেন। এর মধ্যে দুই দেশের মধ্যে অনেক মিল খুঁজে পেয়েছেন। উভয়ই মুসলিম দেশ, খাদ্য ও সংস্কৃতিতেও অনেক মিল আছে, আবার চ্যালেঞ্জও আছে। অনেক ইন্দোনেশিয়ান বাংলাদেশকে চেনেন না এবং অনেক বাংলাদেশি ইন্দোনেশিয়া সম্পর্কে জানেন না। তিনি ইন্দোনেশিয়ায় বাংলাদেশের পক্ষে প্রচারের চেষ্টা করছেন।
এ সময় তিনি বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায়কে পর্যটনের জন্য ইন্দোনেশিয়া ঘুরে দেখার অনুরোধও জানান।
তিনি ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি এবং বাংলাদেশের বাজারে ইন্দোনেশিয়ার পণ্য আমদানি, আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের উপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ ইন্দোনেশিয়ার ব্যবসায়িক অংশীদার হতে পারে বলেও মতামত প্রকাশ করেন। ইন্দোনেশিয়া ২০২১ সালে বাংলাদেশে রপ্তানি করে এমন পণ্যের মধ্যে ছিল পাম অয়েল (১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার), কয়লা ব্রিকেটস (৪৩২ মিলিয়ন ডলার) এবং সিমেন্ট (১৬৬ মিলিয়ন ডলার)।
তিনি আরও বলেন, বাংলাদেশ পাটের সুতা, বুনা টি-শার্ট, নারীদের নন-নিট স্যুট রপ্তানি করে এবং রপ্তানির পরিমাণ ঊর্ধ্বগামী। ইন্দোনেশিয়া বাংলাদেশি ওষুধ, কৃষিপণ্য, পোল্ট্রি, পাট ও চামড়াজাত পণ্য এবং জুতার জন্য একটি বড় বাজার হতে পারে।
এসময় আইবিএফবির ভূমিকা ও কার্যাবলী তুলে ধরেন সংগঠনের সভাপতি হুমায়ুন রশীদ।
এ ছাড়া অনুষ্ঠানে আইবিএফবির পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন।