বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন।
শুক্রবার বেলা ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়য়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন।
উপদেষ্টার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নাসির উদ্দিন ইউএনবিকে জানান, দুপুরে বাসায় খাবার খেতে বসলে হঠাৎ তিনি পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায় তিনি হার্ট অ্যাটাক করেছেন। ৩টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান জানান, শুক্রবার এশার নামাজের পর ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান মসজিদে উপদেষ্টা এ এফ হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে।