জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত, দণ্ডিত খুনিদের আশ্রয় দেয়া উন্নত দেশগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
তিনি বলেছেন, ‘আপনারা (উন্নত দেশ) তাদের (দণ্ডপ্রাপ্ত খুনিদের) বিচারের মুখোমুখি হতে দিচ্ছেন না কারণ আপনাদের ক্ষমতা আছে। এটি খুবই অন্যায্য।’
কোনো নির্দিষ্ট দেশের কথা উল্লেখ না করে মোমেন বলেন, ‘তারা সবসময় আইনের শাসন ও সুশাসনের সুপারিশ করে কিন্তু তারা খুনিদের আশ্রয় দিচ্ছে।’
ড. মোমেন ওই দেশগুলোর তৈরি বাধা বর্ণনা করে বলেন, ‘আমরা এখানে সুশাসন চাই। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।’
পলাতক থাকা পাঁচ খুনি হলেন- নূর চৌধুরী, রাশেদ চৌধুরী, মোসলেহউদ্দিন খান, খন্দকার আবদুর রশিদ ও শরিফুল হক ডালিম।
নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে যথাক্রমে কানাডা ও যুক্তরাষ্ট্রে খুঁজে পাওয়া গেছে।
বাকি তিনজনের হদিস সরকার এখনও পায়নি এবং সরকার কূটনৈতিক চ্যানেল, গোয়েন্দা ও ইন্টারপোলের মাধ্যমে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
আরও পড়ুন: বঙ্গমাতার ত্যাগ ও অকুণ্ঠ সমর্থনেই শেখ মুজিব বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন: পররাষ্ট্রমন্ত্রী
‘আমরা ইন্টারপোলের কাছে সহায়তা চেয়েছি। আমরা একটি পুরস্কারও ঘোষণা করেছি এবং যারা খুনিদের সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবে তাদের পুরস্কৃত করা হবে,’ মোমেন সম্প্রতি তার কার্যালয়ে সাংবাদিকদের একটি ছোট দলের সঙ্গে কথা বলার সময় বলেন।
তিনি বলেন, যদিও তারা এখনও তিন খুনি সম্পর্কে জানতে পারেনি, তবে সরকার জানে যে পাঁচ পলাতকদের মধ্যে দুইজন উন্নত দেশে বসবাস করছে।
‘তারা স্বাধীনভাবে চলাফেরা করছে কিন্তু তারা খুনি। তারা আত্মস্বীকৃত খুনি,’ মোমেন বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো যারা আইনের শাসনের কথা বলে তারা বলে তারা খুনিদের আশ্রয় দেয় না। কিন্তু তারা খুনিদের আশ্রয় দিয়ে সুখে শান্তিতে রেখেছে উল্লেখ করে মোমেন বলেন, এটা খুবই অন্যায়।
আরও পড়ুন: বেহেশতে আছি’ মন্তব্যের ফের ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী