কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এখন অপেক্ষা প্রার্থীতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের। প্রচার-প্রচারণা শুরু না হলেও সম্ভাব্য মেয়র প্রার্থীদের তোড়জোড় চলছে।
প্রার্থীদের কেউ কেউ সময় পার করছেন ঘরোয়াভাবে কর্ম পরিকল্পনা ঠিক করে। আবার কেউ সময় দিচ্ছেন জানাযা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের বর্তমান কর্ম ব্যস্ততা নিয়ে কথা বলেছেন মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ শহিদ। তিনি বলেন, এ মুহূর্তে প্রচার-প্রচারণার সুযোগ নেই। আমরা নির্বাচনী বিধি মেনে কর্মীদের সঙ্গে যোগাযোগ করছি। কীভাবে প্রচার প্রচারণা করা যায়, কীভাবে আরও ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী বৈতরণী পার হওয়া যায় আমরা সে পরিকল্পনা করছি।
আরও পড়ুন: আগামী নির্বাচনও আ.লীগ সরকারের অধীনে বিএনপির অংশগ্রহণে হবে: হানিফ
সদ্য বিদায়ী মেয়র বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু বলেন, বাসায় বসে কীভাবে কেন্দ্রীয় কমিটি দেয়া যায়, কারা এজেন্ট হবে, কারা পোলিং এজেন্ট হবে, কীভাবে প্রচারণা করবো এসব বিষয়ে পরিকল্পনা করছি। ফোনে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের কথা শুনছি, তারাও বিভিন্ন বিষয় তুলে ধরছেন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরানের নির্বাচনী সমন্বয়ক জসিম উদ্দিন আহমেদ বলেন, প্রতীক পাওয়ার আগের এই কয়েকদিনে আমরা কর্মী-শুভাকাঙ্খীদের সঙ্গে যোগাযোগ করছি। তাদের কী সমস্যা এবং কী করলে ভালো হয় সেই কাজগুলো করছি। তবে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি সচেতন কর্মীদের। যাদেরকে আমরা এজেন্ট পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব প্রদান করবো।
স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নিজাম উদ্দিন কায়সার বলেন, কীভাবে এই নির্বাচনে বিজয়ী হবো সেসব বিষয় নিয়ে নেতার্মীদের সঙ্গে কথা বলছি। কেন্দ্রে এজেন্ট কীভাবে দেবো। কারা থাকবে এজেন্ট, পোলিং এজেন্ট, কীভাবে প্রচার-প্রচারণা করবো, কারা সেসব দায়িত্ব পালন করবেন সেসব বিষয়ে কাজ করছি।
আরও পড়ুন: আ’লীগের সুষ্ঠু নির্বাচনের আশ্বাস বিএনপিকে ধোঁকা দেয়ার ফাঁদ: রিজভী
কুমিল্লা সিটি করপোরেশনের রির্টানিং অফিসার মো. শাহেদ্দুন্নবী চৌধুরী বলেন, আমরা সুষ্ঠুভাবে মনোনয়ন যাচাই-বাছাই করেছি। মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের সময় দশ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছি। আগামী ২৭ মে প্রতীক বরাদ্দ। তার আগে প্রার্থীদের প্রচার-প্রচারণা বন্ধ।
প্রসঙ্গত, কুসিক নির্বাচনে ছয় জন মেয়র প্রার্থী, ১১১ জন সাধারণ কাউন্সিলর ও ৩৭ জন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচনের মাঠে রয়েছেন। আগামী ১৫ জুন ভোট গ্রহণ করা হবে।