বাংলাদেশ চিন্ময় ইস্যুটি দেশের 'অভ্যন্তরীণ বিষয়' হিসেবে দেখছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির একটি জবাবে বলেছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 'অত্যন্ত হতাশা ও গভীর বেদনার সঙ্গে বাংলাদেশ সরকার লক্ষ্য করছে যে, চিন্ময় কৃষ্ণ দাসকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করার পর থেকে কিছু মহল চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করেছে ‘
এতে বলা হয়, বাংলাদেশ সরকার মনে করে, ‘এ ধরনের ভিত্তিহীন বিবৃতি' শুধু সত্যকে ভুলভাবে উপস্থাপন করে না বরং দুই প্রতিবেশী দেশের মধ্যকার বন্ধুত্ব ও সমঝোতার চেতনার পরিপন্থী।
বাংলাদেশ সরকার বলেছে, ওই বিবৃতিতে সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি এবং এ বিষয়ে সরকার ও জনগণের অঙ্গীকার ও প্রচেষ্টারও প্রতিফলন ঘটেনি।
এতে আরও বলা হয়, 'বাংলাদেশ সরকার যে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারীদের দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটাতে এবং ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু উভয়ের প্রতি সমান আচরণ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ, এই বাস্তবতাকেও সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে বিবৃতিতে।’
বাংলাদেশ দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করছে যে, ধর্মীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশির নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান ও রীতিনীতি প্রতিষ্ঠা, বজায় রাখার বা পালন করার এবং নির্বিঘ্নে মতামত প্রকাশের অধিকার রয়েছে।
আরও পড়ুন: ‘সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার’
অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, সকল নাগরিকের, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব।
গত মাসে সারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মধ্য দিয়ে তা আবারও প্রমাণিত হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।
বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে যে দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং এটি বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না। ‘প্রশ্নবিদ্ধ বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।’
বাংলাদেশ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতেও প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডে বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন।
যেকোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বন্দরনগরীতে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: হাসিনার প্রত্যর্পণ: আগামী মাসে ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠকের প্রস্তুতি