দেশের যুদ্ধকালীন জাতীয় পতাকার নকশাকার ও বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্বাধীনতার ঠিক আগে বাংলাদেশের প্রথম পতাকার নকশা প্রণয়নকারী শিব নারায়ণ দাস শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি কুমিল্লার এক শহীদ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা সতীশ চন্দ্র দাস ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর হাতে ধরা পড়েন ও নিহত হন।
স্ত্রী গীতশ্রী চৌধুরী ও ছেলে অর্ণব দাসকে রেখে গেলেন শিব নারায়ণ দাস।