ঢাকাস্থ জাপান দূতাবাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ইকেবানার এক কর্মশালার আয়োজন করা হয়।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনের ভাস্কর্য গ্যালারিতে ১০ জনকে ইকেবানার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।
বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিনুর বেবি নেতৃত্বে সংগঠনের ১০ জন ইকেবানা বিশেষজ্ঞ প্রশিক্ষণ দেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মশালার শুরুতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বক্তব্য রাখেন। তিনি আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধনী ঘোষণা করেন।
এ সময় বাংলাদেশ ইকাবেনা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এ কে এম মোয়াজ্জেম হোসেন এবং সংগঠনের অনারারী সিইও মাসুদ করিম বক্তব্য রাখেন।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আগরতলা প্রেস ক্লাবের প্রতিনিধি দলের সাক্ষাৎ
মাসুদ করিম বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে জাপান দূতাবাস ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন একটি গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও জাপান দূতাবাসকে ধন্যবাদ জানান।
মাসুদ করিম বলেন, ইকেবানা হলো- জাপানি পদ্ধতিতে ফুল সাজানোর একটি ব্যবস্থা। ইকেবানার মাধ্যমে ফুলকে নানানভাবে বাঁচিয়ে রাখার পদ্ধতি তুলে ধরা হয়।
আরও পড়ুন: বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে সহযোগিতার আশ্বাস কাতারের
তিনি ভবিষ্যতে শিল্পকলা একাডেমির মহাপরিচালককে অনুরোধ করেন- যদি সম্ভব হয় তবে বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজন করা যেতে পারে। এতে করে ইকেবানার শিক্ষার্থীরা ইকেবানা সম্বন্ধে আরও ব্যাপক ধারণা অর্জন করতে পারবে।
এ সময় শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দা মাহবুবা করিম, সচিব সালাউদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।
জাপান দূতাবাসের প্রতিনিধি কাজী বুশরা আহমেদ তিথি উপস্থিত থেকে সকল বিষয় তদারক করেন।
কর্মশালার শেষ পর্যায়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালক ইকেবানা প্রশিক্ষণার্থীদের তৈরি করা ইকেবানা ঘুরে ঘুরে দেখেন।
আরও পড়ুন: মার্কিন উপসহকারী মন্ত্রী আফরিনের সঙ্গে ফখরুলের সাক্ষাৎ