দেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) রবিবার জানিয়েছে, মহামারি করোনাভাইরাসের কারণে দেশের বেশিরভাগ খাত ধুকতে থাকায় চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আড়াই শতাংশের বেশি হবে না।
সংস্থাটি আয়োজিত জাতীয় অর্থনীতির পর্যালোচনা ও আসন্ন বাজেট চ্যালেঞ্জ শীর্ষক এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে এ ভবিষ্যদ্বাণী করে।
গবেষণা প্রতিষ্ঠানটি তাদের পূর্বাভাস বলেছে যে, কোভিড-১৯ এ ঘোষিত লকডাউনের প্রভাবে দারিদ্রের হার ৩৫ শতাংশ বৃদ্ধি পাবে।
দেশে গত ৮ মার্চ করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগী শনাক্তের পর সরকার পর্যায়ক্রমে ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে।