জয়পুরহাটে ঘন কুয়াশা ও তীব্র শীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় জেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান আজ ও আগামীকাল দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি এই প্রতিবেদককে জানান, ‘জয়পুরহাট জেলায় আবহাওয়া অফিস নেই। তবে পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছি আবহাওয়া অফিসের তথ্যানুসারে, জয়পুরহাটের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। সে কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী, জয়পুরহাট জেলা মাধ্যমিক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজ ও আগামীকাল (দু’দিনের জন্য) জেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেন।’
আরও পড়ুন: তীব্র শীতে রাজশাহীর মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
আজ রবিবার (২১ জানুয়ারি) ভোর থেকে জয়পুরহাট জেলায় ঘন কুয়াশা ও তীব্র শীত অনুভূত হচ্ছে। দেখা মিলছে না সূর্যের।
ঘন কুয়াশা ও শিশির পড়ায় শহরের বিভিন্ন সড়কে সকাল প্রায় ৮টা পর্যন্ত অধিকাংশ যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। এমন অবস্থায় তীব্র শীত ও ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে এখানকার জনজীবন, বেড়েছে জনদুর্ভোগ।
শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় বাড়ছে শীতজনিত নানা রোগ। এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা।
আরও পড়ুন: রবিবার সকালে বিশ্বের দ্বিতীয় দূষিত বাতাস ঢাকার
দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ: আবহাওয়া অফিস