টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত ও কমপক্ষে দশজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা লিংক রোডের সামনে এই দুর্ঘটনা ঘটে।
রাতে মুসলধারে বৃষ্টির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।
আরও পড়ুন: টাঙ্গাইলে গরুবাহী ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩, আহত ২
এলেঙ্গা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক-হেলপার নিহত